মাধ্যমিকের বিভিন্ন দূরবস্থার কথা তুলে ধরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছে ৫ অভিযোগ তুলে ধরেছেন চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোফাজ্জল হোসেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় মাউশি’’র মহাপরিচালকের সাথে সরাসরি সাক্ষাৎ করে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

অভিযোগগুলো হলো:

১. হাইকোর্টে আপিল বিভাগের রায় কে পাশ কাটিয়ে অনিয়মের মাধ্যমে সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি।
২. চাকুরীতে যোগদানের পর বিনা অনুমতিতে বিভিন্ন ডিগ্রি অর্জন, অর্থনৈতিক সুবিধা নেয়া ও পদোন্নতি নেয়া।
৩. চাকুরী শর্ত ভঙ্গকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করা।
৪. কোচিং বাণিজ্যের স্বার্থে অনৈতিকভাবে বিষয় পরিবর্তন করা।
৫. সিনিয়র শিক্ষক পদায়নের জন্য দ্রুত জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ করা।

অভিযোগ করার বিষয়ে মো. মোফাজ্জল হোসেন জানান , মাউশি’র মহাপরিচালক আবেদন জমা দিতে বলেন। আমি সঙ্গে সঙ্গে আবেদনের কপি জমা দেই। তবে উল্লেখ করি যে, আমি ইতোপূর্বে কয়েক বার উল্লিখিত বিষয়ে অভিযোগ জমা দিয়েছি। মাউশি’র মহাপরিচালক আমার অভিযোগ সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিচালকের কাছে প্রেরণ করেন ৷ পরিচালক না থাকার কারণে উনার সাথে দেখা করা সম্ভব হয়নি। আগামী ২৯ ডিসেম্বর পরিচালকের সাথে সাক্ষাৎ করে উল্লিখিত বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। এবার আশা করছি ,একটি সুষ্ঠু সমাধান হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।