জুনের ২৩ তারিখ ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ইতিমধ্যে শুরু হয়েছে অনলাইনে আবেদন। আবেদন করা যাবে ১৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত।

চাকরিপ্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটি সম্পর্কে আসুন জেনে নিই গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১. পরীক্ষা হবে ১০০ নম্বরের (এমসিকিউ)। প্রিলিমিনারি পরীক্ষায় পাস ৪০ বলে গণ্য হবে। পরীক্ষায় মোট ১০০ নম্বর থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর দেয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর হতে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে।

২. আবেদন করতে হবে অনলাইনে।

৩. ২৮ মে অনলাইনে আবেদন শুরু হয়েছে। চলবে ১৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ২২ জুন পর্যন্ত।

৪. প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ আগস্ট।

৫. লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ নভেম্বর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।