প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পদ প্রথম গ্রেডে উন্নীত করা হয়েছে। এর আগে পদটি ৩য় গ্রেডের ছিল। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

ডিজি পদটি ১ম গ্রেডে উন্নীত হওয়ায় মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদেরকে অভিনন্দন জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে বেতন বৈষম্য নিরসনে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন প্রাথমিকের শিক্ষকরা। সে প্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বেতন বৈষম্য নিরসনের আশ্বাস দিয়েছিলেন। সহকারী শিক্ষকদের দাবি ছিল ১১তম গ্রেডে বেতন ভাতা। কিন্তু গত ২৭ জুলাই সহকারী শিক্ষকদের ১২তম গ্রেড আর প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চিঠিতে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের প্রস্তাব না থাকায় সারাদেশের শিক্ষক সমাজ অসন্তোষ প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।