এম আই মাহিম, খাগড়াছড়ি জেলা সংবাদদাতা; খাগড়াছড়ির অনলাইনভিত্তিক রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠন খাগড়াছড়ি ব্লাড ডোনারস্ এসোসিয়েশন (কেবিডিএ) এর “৩০টাকার চ্যালেঞ্জ” নামে ৪র্থ রমজান থেকেই ধারাবাহিকভাবে প্রতিদিনই খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের রোগীর স্বজনদের ইফতার বিতরণ করে এসেছে যা চলমান থাকবে শেষ রমজান পর্যন্ত। হাসপাতালের পাশাপাশি প্রতিদিনই একটি এলাকা নির্বাচন করে সেই এলাকার অসহায় পরিবারেও পৌঁছে দিচ্ছে ইফতারের প্যাকেট।

এতে করে প্রত্যন্ত এলাকা থেকে আসা রোগীর স্বজনরা রোজা রেখে লকডাউনের ফলে দোকান বন্ধ থাকায় ইফতার হাতে পেয়ে উপকৃত হচ্ছে। তেমনি লকডাউনের ফলে নির্দেশনা অনুসরন করতে গিয়ে মানুষ ঘর থেকে বের হতে না পারায় অনুদান পাঠিয়ে কেবিডিএ এর মাধ্যমেই ইফতার পৌঁছে দিতে পারছে রোজাদারদের হাতে।

হাসপাতালে অবস্থানরত রোগীর স্বজনরা জানান, কেবিডিএ প্রতিদিনই মুমূর্ষু রোগীকে স্বেচ্ছায় রক্তদাতা ম্যানেজ করে দেওয়ার পাশাপাশি ইফতার বিতরনের যে উদ্যোগটি নিয়েছে এতে করে আমরা উপকৃত হচ্ছি। এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। এ কাজের সাথে যারা সময় ও শ্রম দিচ্ছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

আমাদের বাণী ডট/২১  মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।