নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী;  জেলায় ১ম কোন পুলিশ সদস্যের করোনা শনাক্তের খবর পাওয়া গেল। করোনা শনাক্তকৃত ঐ পুলিশ সদস্য জেলার গোয়ালন্দ ঘাট থানার পুলিশ কনস্টেবল মোঃ মুন্না শেখ(২৫)।

আজ মঙ্গলবার (২৬ মে ২০২০) গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ মাহমুদ এতথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গত ২৪শে মে সকালে জেলায় আসা রিপোর্টে পুলিশ কনস্টেবল মুন্না শেখের করোনা ভাইরাস পজেটিভ হওয়ায় তাকে ঐদিনই রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। এ ঘটনায় ঐ পুলিশ সদস্যের সংস্পর্শে আসা অন্তত আরও ২০ জন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ আশিকুর রহমান জানান, সব সময়ই নানা ধরনের ঝুঁকি নিয়ে পুলিশের কাজ করতে হয়। ঝুঁকি থাকলেও এলাকার সব ধরনের পুলিশী কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে।

তিনি আরও  জানান, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ সদস্যদের দু’টি ভাগ করে স্থানীয় শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রাখা হয়েছে। যাতে এক জায়গায় কেউ আক্রান্ত হলেও অপর সদস্যগণ সেবা অব্যাহত রাখতে পারেন।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২৬ মে ২০২০) তথ্য অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তে ঈদের দিনও অর্থাৎ গত ২৪ ঘণ্টায় চার হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে পাঁচ হাজার ৪০৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৫৮ হাজার ৪১১টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ১১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৭৫১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৫২২ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৪৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল সাত হাজার ৫৭৯ জনে।

আমাদের বাণী ডট কম/২৬ মে ২০২০/সিসিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।