Shadow

Tag: ‘চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার’

উচ্চশিক্ষিত করে সন্তানদের গড়ে তুলেছিলেন মা, চোখের জলে বৃদ্ধাশ্রমে সেই মায়ের ঈদ

উচ্চশিক্ষিত করে সন্তানদের গড়ে তুলেছিলেন মা, চোখের জলে বৃদ্ধাশ্রমে সেই মায়ের ঈদ

জাতীয়
মায়েদের স্বপ্ন শেষ বেলায় সন্তানের কোলে মাথা রেখে ঘুমানোর যেমনটা শিশুকালে সন্তানরা করতেন। আমরা মানুষ কেন এমন অমানবিক হই?  শাহেরা বেগম ( ছদ্ম নাম)। বয়স আনুমানিক ৯৫ বছর। স্বামী ছিলেন এক সময়ের সাবেক ক্ষমতাশালী পুলিশ সুপার (এসপি)। স্বামী সন্তানদের নিয়ে খুব ভালোভাবেই চলছিল শাহেরার সংসার। সন্তানদের উচ্চশিক্ষিত করে সুন্দর ভবিষৎ গড়ে দিয়েছিলেন মা-বাবা। বেশ কয়েক বছর আগে স্বামী চলে গেছেন না ফেরার দেশে। এরপর থেকেই সংসারে বোঝা হয়ে গিয়েছিলেন মা শাহেরা বেগম। সন্তানদের কাছে এতটাই অবহেলিত ছিলেন মা শাহেরা যে, সন্তানেরা তাকে মুরগির খোঁয়াড়ে রেখেছিল। মুরগীর সঙ্গে থাকা-খাওয়া, ঘুমানোই ছিল শাহেরার জীবন। এখন তার আশ্রয় হয়েছে একটি বৃদ্ধাশ্রমে। রাজধানীর কল্যাণপুর এলাকায় অসহায় ও আশ্রয়হীন বৃদ্ধদের জন্য ‘চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার’ নামে একটি বৃদ্ধাশ্রমে কয়েক মাস যাবত থাকছেন শাহেরা বেগম। এবারের ঈদও বৃদ্ধাশ্রমেই কাটালেন