দ্বিখণ্ডিত কুকুর
মোঃ জসিম উদ্দীন

হত্যা করো না কুকুর, আঘাত করো না বলি ওকে
ঠান্ডা জল ছিটাও না, কনকনে এই শীতে ওর গায়।
অগ্নিমাখা গরম ছাই, জল ও তেল ঢেলো না শরীরে আর
এতো নির্মম-নিষ্ঠুর হও না, পড়ো প্রকৃতির মায়ায়!

কুকুরটিও কারো মা, জন্ম দিয়েছে সন্তান মানুষেরই নেয়
যেভাবে আমরা তথা প্রাণিকুল দিই ব্যতিক্রম না কিছুই!
ভালোবাসার কমতি নেই ওদেরও আছে বাঁচার অধিকার
মায়ের সামনে দুধের ছানাকে দ্বিখন্ডিত, আমরা নিচুই!

ওকে সৃষ্টি করোনি তুমি, পারবেও না, সৃজিছে বিধাতায়
মানুষেরই প্রয়োজনে, যোগান তিনিই ওর সব আহার
সিমিত জ্ঞানে কে কি জানে কার মধ্যে কি গুণ লুকিয়ে
ধৈর্য্যে গবেষণা চালিয়ে, গুণাস্বাদনে মারব বাহার!

মানবসভ্যতার অস্তিত্বকে, টেকাতে হলে শোনো আজ
যেকোনো প্রাণি উদ্ভিদ, রক্ষায় মানুষের গুরুদায়িত্বভার।
একপেশে মন গড়া অন্ধ বিশ্বাসে আর বিচার চালাও না
সভ্যের মতো করো আচারণ, অসভ্যতা করো পরিহার!

আমি বলছি না দাও,তোমাদের শীতবস্ত্র ঐ কুকুরের গায়
অন্তত এটুকু প্রাপ্য, তোমাদের পরিত্যক্ত ওই ছাইয়ের পুরি।
গোয়াল ঘরের পাশের ওই খড়ের মাচার নিচে একটু স্থান
চলুক মুক্ত পৃথিবীতে, করুক স্বাধীনভাবে রাস্থায় ঘুরাঘুরি!

আমাদের বাণী/আ-আ-হ-মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/?ref=bookmarks” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।