খুলনা সংবাদদাতা; জেলার পাইকগাছা উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী করোনা উপসর্গ নিয়ে শুক্রবার বিকেলে নগরীর একটি প্রইভেট হাসপাতালে িইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী এদিন বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলী অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার তার জ্বর আসলে তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে করোনা পরীক্ষার জন্য তার নমুনা নেয়া হয়। কিছুক্ষণ আগে জানতে পারলাম তিনি খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে মারা গেছেন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনের সর্বশেষ (১৭ জুলাই ২০২০) গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫১জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৪ জন। মোট শনাক্তের সংখ্যা এক লাখ ৯৯ হাজার ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৬২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ আট হাজার ৭২৫ জন।
আমাদের বাণী ডট কম/১৭ জুলাই ২০২০/পিপিএম
