নেত্রকোণা সংবাদদাতা; জেলার কলমাকান্দায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে প্লাবিত এলাকার মানুষের দুর্ভোগ কমেনি। উপজেলা সদর শহর বিভিন্ন এলাকার চারপাশে এখনও পানি থাকায় প্রায় শতাধিক গ্রামে পানিবন্দি হয়ে আছে প্রায় ৫০ হাজার মানুষ। দুর্গত মানুষদের খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন তারা। ভেঙে পড়েছে উপজেলার সদরের সাথে অভ্যন্তরীণ যোগযোগ ব্যবস্থা ও নেত্রকোণা জেলার সাথে কলমাকান্দা সড়কে যান চলাচল পুরোপুরি চালু হয়নি। এ বন্যার পানিতে উপজেলার রাস্তায় দেখা দিয়েছে খানা-খন্দ,ছোট-বড় গর্তের।

এদিকে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সুত্রে জানা গেছে , গত ২৪ ঘন্টায় বুধবার সকাল পর্যন্ত কলমাকান্দা প্রধান নদী উব্দাখালী নদীর পানি বিপদসীমার ৬ সে.মি. প্রবাহিত হচ্ছে।

এদিকে বন্যার পরিস্থিতির মোকাবিলায় উপজেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে জানান ইউএনও মো. সোহেল রানা।

তিনি আরো বলেন , ‘উপজেলার আটটি ইউনিয়নের জন্য ৭০ মেট্রিক টন জিআর, নগদ দুই লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত দুই দিনে এক হাজার ৫‌‌‌‌‌‌‘শ প্যাকেট শুকনা খাবার বিতরণ করেছি। আজ আরও ৫‘শ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হবে।’

আমাদের বাণী ডট কম/১৫ জুলাই ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।