নানা আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসী বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও ‘ইফ্লাক্স পাম্প ইনহিবিটরসঃ পটেনশিয়াল মলিকিউলস টু ওভারকাম এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়।

সোমবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সামনে থেকে শুরু হয় আনন্দ শোভাযাত্রাটি।শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজ্ঞান অনুষদে এসে শেষ হয়। পরে বিজ্ঞান অনুষদে সেমিনারের আয়োজন করা হয়।

বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন ও মেহেরুন তানিয়ার সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবুল মুহিত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. এ. কে. এম রায়হান উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান।

বিভাগের সভাপতি মোঃ এনামূল হকের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ কৌশিক আহমেদ, ছাত্র উপদেষ্টা সুমাইয়া হক চাঁদনী, প্রভাষক জয় চন্দ্র রাজবংশী, মানতাশা তাবাসসুম ও রাফেজা খাতুন এবং বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।