কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যায়নরত ময়মনসিংহ ও শেরপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ এবং ৭ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় দেয়া হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ ও শারমিন আক্তারের সঞ্চালনায় এবং তৌহিদুর রহমান তানভীরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আজমাইন মুহতাসিম মীর। এ সময় তিনি বলেন, “শিক্ষার্থীদে সকল সমস্যায় আমাদের দরজা সর্বক্ষণ খোলা থাকবে। শিক্ষারথীদের উচিত একাডেমিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অন্যান্য দক্ষতা বৃদ্ধিতে মনোযোগ দেওয়া।”

এছাড়াও অনুষ্ঠানে সংগঠনটির সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।