Shadow

কুমারখালীতে আড়াই কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা;  জেলার কুমারখালী উপজেলায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে কুমারখালী জিসি টু গোপকগ্রাম জিসি সড়কের চেইনেজ ১১০০ মিটার ও ২৫ মিটার পিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ শুক্রবার (১৭ জুলাই ২০২০)  সকাল ১১ টায় ভিত্তি প্রস্তর স্থাপন করেন কুষ্টিয়া ০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।

এসময় উপস্থিত ছিলেন কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, জেলা এলজিইডি প্রকৌশলী জাহিদুর রহমান মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু প্রমূখ।

উপজেলা এলজিইডি অফিস সুত্রে জানা গেছে,খুলনা বিভাগীয় পল্লী অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের আওতায় দুই কোটি ঊনপঞ্চাশ লক্ষ বিরানব্বই হাজার একশত নিরানব্বই টাকা পাঁচ পয়সা চুক্তিমূল্যের ব্রিজটির ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লক্ষীপাসার মেসার্স নূর কনস্ট্রাকশন এবং ব্রিজটির নির্মাণ কাজের সমাপ্তির কথা রয়েছে ২০২১ সালের ২৭ ফেব্রুআরি।

  থানছিতে পরিবহণ সিন্ডিকেটে জিম্মি জনতা

আমাদের বাণী ডট কম/১৭  জুলাই ২০২০/পিপিএম

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •