সোমবার সকালে কুষ্টিয়া জেলা বিএনপি’র পার্টি অফিসে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে প্রতিনিধি সভা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি ও কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম বাবুলু সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডঃ মনিরুজ্জামান, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু, জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু। এসময় বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সকল মামলা থেকে অব্যাহতি দিতে হবে।
এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন উপজেলায়, থানা ও শহরের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতি দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ এর স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। এই কমিটিতে আহ্বায়ক করা হয় রফিকুল ইসলাম বাবুলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান লালু ও সদস্য সচিব মীর আয়ুব আলী।