কুষ্টিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০১৯-২০২১) এর উৎসব মুখর পরিবেশে মাহাবুব-ডাবলু প্যানেলের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
“সাংবাদিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ডিজিটাল প্রেসক্লাব বিণির্মানই আমাদের লক্ষ্য” এই ইসতেহারকে সামনে রেখে ১৫ এপ্রিল সোমবার দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবের অফিস কক্ষ থেকে মাহাবুব-ডাবলু প্যানেলের মনোনয়ন পত্র ক্রয় করা হয়।
কুষ্টিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০১৯-২০২১) এর মাহাবুব-ডাবলু প্যানেলের ১৯ সদস্য বিশিষ্ট নেতৃবৃন্দরা হলেন, সভাপতি পদে গাজী মাহাবুব রহমান (দৈনিক আজকের আলো), সহ-সভাপদি পদে লুৎফর রহমান কুমার (দৈনিক মাটির ডাক) ও তারিকুল হক তারিক (দৈনিক কালের কন্ঠ), সাধারণ সম্পাদক পদে আনিসুজ্জামান ডাবলু (চ্যানেল আই), যুগ্ম-সম্পাদক পদে শরিফ বিশ্বাস (চ্যানেল ২৪) ও নুরুন্নবী বাবু (দৈনিক সময়ের কাগজ), কোষাধ্যক্ষ পদে আবু মনি জুবায়েদ রিপন (দৈনিক যুগান্তর), দপ্তর সম্পাদক পদে এম.লিটন-উজ-জামান (বাংলা টেলিভিশন), প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে তৌহিদী হাসান (দৈনিক প্রথম আলো), ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে নূরুল কাদের (দৈনিক নয়া দিগন্ত), নির্বাহী সদস্য পদে মিজানুর রহমান লাকী (দৈনিক সংবাদ), আক্তার হোসেন ফিরোজ (দৈনিক আজকের সূত্রপাত), মোকাদ্দেস হোসেন সেলিম (দৈনিক সূত্রপাত), আব্দুল জিহাদ (দৈনিক মাটির পৃথিবী), পি.এম.সিরাজুল ইসলাম (ডেইলী অবজারভার), দেবাশীষ দত্ত (চ্যানেল নাইন), নিজাম উদ্দিন (দেশ টেলিভিশন), সুজন কুমার কর্মকার (দৈনিক তৃতীয় মাত্রা) ও ডালিয়া পারভিন (দৈনিক বাংলাদেশের খবর)।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]