জামালপুর সংবাদদাতা; যমুনার পানিবৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই ২০২০) সন্ধ্যায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
সোমবার রাতে ইসলামপুরে নৌকাডুবিতে এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও এক শিশু।
টানা বর্ষণ আর প্রবল পাহাড়ি ঢলে নদী তীরবর্তী এলাকা ছাড়াও পানি ছড়িয়ে পড়ছে লোকালয়ে। সব মিলিয়ে জেলার ৭ উপজেলার অন্তত ৪০ টি ইউনিয়ন ও ৪ টি পৌরসভার প্রায় ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাবার ও গোখাদ্যের তীব্র সংকট। প্রথম দফা বন্যায় পাওয়া ত্রাণ সহায়তা ফুরিয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা।
এদিকে সোমবার রাতে মেলান্দহ উপজেলার খাসিমারা গ্রাম থেকে বিয়ের অনুষ্ঠান শেষে ইসলামপুর উপজেলার বামনা গ্রামে বরযাত্রী নিয়ে ফেরার পথে যমুনার শাখা নদীতে বলিয়াদহ ডেবরাইপেচ ব্রিজের গার্ডারের সাথে ধাক্কা লেগে ৩০/৩৫ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও ৪ জন নিখোঁজ হয়। পরে স্থানীয়রা বিদ্যুৎ আক্তার নামে ১৬ বছর বয়সী এক কিশোরীকে মৃত অবস্থায় ও ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে।
এ ঘটনায় আলফি নামে ১০ বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। নিহত বিদ্যুৎ পূর্ব বামনা গ্রামের ফলটু মিয়ার মেয়ে ও নিখোঁজ আলফি একই গ্রামের আব্দুল মিয়ার মেয়ে।
আমাদের বাণী ডট কম/১৪ জুলাই ২০২০/পিপিএম