ঠাকুরগাঁওয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জুলেখা বেগম (৩৫) নামের এক গৃহবধূ ঘটনাস্থলে নিহত হয়। ঘটনাটি ঘটেছে বুধবার (৩ এপ্রিল) রাত ৮টার সময় ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া নামক স্থানে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান। নিহত জুলেখা বেগম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী এলাকার স-মিল ব্যবসায়ী ইলিয়াস আলীর স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে ঠাকুরগাঁও শহর হতে ব্যবসায়ী ইলিয়াস আলী মোটরসাইকেল যোগে সে তার স্ত্রী ও ২ বছর বয়সের শিশু সন্তানকে নিয়ে বাড়ী ফেরার পথে গড়েয়া নামক স্থানে পৌঁছালে ট্রাকের ক্রসিং হওয়ার সময় পিছনের চাকায় ধাক্কা লেগে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে জুলেখা বেগমের মৃত্যু হয়। স্থানীয়রা ইলিয়াস আলী ও তার শিশু সন্তানকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়।
ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায় বলে ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান নিশ্চিত করনে।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]