ঠাকুরগাঁও সদর উপজেলার ১৮ নং শুখানপুখুরী ইউনিয়নের জাঠিভাঙ্গায় ২৫ মার্চ কালো রাত্রির বিভীষিকাময় গণহত্যায় স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা শহীদদের স্মৃতিস্তম্ভে  শহীদদের  প্রতি সম্মান প্রদর্শন ও শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

সোমবার সকাল দশটায় জেলা প্রশাসনের আয়োজনে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার, আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার, আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ আওয়ামী লীগের ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি, মাহবুবুর রহমান খোকন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দ্রৌপদী দেবী আগারওয়াল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মোশারুল ইসলাম,১৮ নং শুখানপুখুরী ইউনিয়নের চেয়ারম্যান, আনিসুর রহমান প্রমুখ।

এছাড়া মুক্তিযোদ্ধা কমান্ডারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।