আমাদের দেশ তৃতীয় বিশ্বের একটি স্বল্পোন্নত দেশ। আর জাতি হিসাবেও আমরা উন্নয়নশীল। তাইতো পৃথীবিতে যে কটি দেশে বেকার সমস্যা সবচেয়ে চরমে তারমধ্যে বাংলাদেশ অন্যতম। প্রতি বছর অসংখ্য তরুণ-তরুণী উচ্চশিক্ষা শেষ করে কর্মসংস্থান না করতে পেরে দিশেহারা হয়ে পড়ছে। যেখানে বেশ বড় অংকের তরুণ-তরুণী নিজেদের সংসারের হাল ধরতে নাজেহাল অবস্থা পার করছেন সেখানে কিছু তরুণ সমাজে উজ্জ্বল দৃষ্ঠান্ত স্থাপন করেছেন। তেমনি একজন খুলনার গর্বিত সন্তান এস এম রিফাত মেনন। নিজের মেধায় ও দৃঢ় চিত্তে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি খুব অল্প সময়ের মাঝেই গড়ে তুলেছেন দেশের তথ্য প্রযুক্তি খাতের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান Datasys এবং The Manager নামক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম।
উচ্চ মাধ্যমিকে অধ্যায়নের সময় থেকেই তথ্য প্রযুক্তির কাজে জড়িয়ে পড়েন রিফাত মেনন, কাজের মান ও ধারাবাহিকতা বজায় রেখে তিনি দ্রুতই দেশ ও দেশের বাহিরের নানান আন্তর্জাতিক সংস্থার সাথে সম্পৃক্ত হন নানান কাজে , দ্রুততার সাথে বৃদ্ধি পেতে থাকে তাঁর কাজের পরিসর।
উচ্চ মাধ্যমিকের পর বাবা মায়ের ইচ্ছায় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএসসি কোর্সে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হলেও তাঁর কাজের আগ্রহের যায়গা সময়ই ছিল তারুণ্য আর তথ্য প্রযুক্তিকে সামনে রেখে নতুন কিছু করার। যার ফলশ্রুতিতে SEARCHLITE COMMUNICATIONS LTD, PROBASHI PALLI GROUP, DATACRAFT LIMITED এর মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে তিনি দায়িত্বরত ছিলেন বিজনেস ডেভল্পমেন্ট ম্যানেজার হিসেবে। এছাড়া তিনি PROMOPAYOUT BANGLADESH LIMITED এর কান্ট্রি ম্যানেজার ও XEON SOFTWARE LIMITED এ কাজ করেছেন সিস্টেম ম্যানেজার হিসেবে।
এ সকল প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা সঞ্চার করে তিনি ২০১৭ সালের এপ্রিল মাসে একঝাক প্রতিভাবান উদ্যমী তরুণের কর্মসংস্থানের স্থান নিশ্চিতের মাধ্যমে প্রতিষ্ঠা করেন ডাটাসিস লিমিটেড এর , যা অচিরেই স্থান করে ন্যায় দেশের আইটি সেক্টরে অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের নাম হিসেবে।
এসএম রিফাত মেননের জন্ম ১৯৯২ সালের ১১ ই সেপ্টেম্বর খুলনা জেলায়। তাঁর পিতা এস এম আজগর আলী পেশায় একজন সামরিক কর্মকর্তা আর মাতা মিসেস তাহমিনা খানম পেশায় গৃহিণী। রিফাত মেননের প্রথমিক ও মাধ্যমিক শিক্ষাজীবন কেটেছে খুলনা ও যশোরে। রিফাত মেনন ২০০৭-০৮ শিক্ষাবর্ষে যশোর বিএএফ শাহীন স্কুল ও কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসসএসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয় এরপর ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ঢাকা বিএএফ শাহীন কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৭ পেয়ে এইচেসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি ২০১১ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি কোর্সে ভর্তি হন ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে তাঁর মেধা ও মননে মুগ্ধ হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর টিউশন ফি’র অর্ধেক মওকুফ করতে বাধ্য হয়। ২০১৪ সালে তিনি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি শেষ করেন। এবং তাঁর কর্মক্ষেত্রের ৭ বছরের অভিজ্ঞতায় খুব অল্প বয়সেই নানান স্বনামধন্য প্রতিষ্ঠানের হয়ে ইতিমধ্যে ২৫০ টি ইন্টার্ভিউ গ্রহণ করবার মাইলফলক স্পর্শ করেন।
ডাটাসিস প্রতিষ্ঠার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রিফাত মেননকে, ডাটাসিস তাঁর সার্ভিস সমূহের মাধ্যমে এখন পর্যন্ত সরকারী ও বেসরকারি নানান খ্যাতনামা প্রতিষ্ঠানে সেবা দিয়ে আসছে।
এর পাশাপাশি ২০১৮ সালে যাত্রা শুরু করা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম ‘দ্যা ম্যানেজার’ তাঁর যাত্রার ১ বছরেই অর্জন করে নিয়েছে সমাজের বৈচিত্র্যময় মানুষের সমর্থন ও ভালোবাসা। দ্যা ম্যানেজার নিজেদের যাত্রার প্রথম বছরেই বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে আয়োজন করে ফুটবলের ছোট পরিসরের ইনডোর গেম ফুটসাল, ইউনি ফুটসালের প্রথম আসরেই অংশগ্রহণ করে করে পাবলিক ও বেসরকারি সহ দেশের খ্যাতনামা ২৪ টি বিশ্ববিদ্যালয়, এবং ১ বছরের মাথায় আরো বড় পরিসরে টুর্নামেন্টের দ্বিতীয় আসর আয়োজন করে দ্যা ম্যানেজার। টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অংশগ্রহণ করে ৩২ টি বিশ্ববিদ্যালয়। এবং ব্যাপক জনপ্রিয়তার মাঝে দিয়ে দর্শক ও অংশগ্রহণকারী দলগুলোর ভালোবাসার মাঝে দিয়ে শেষ হয় টুর্নামেন্টের দ্বিতীয় আসর।
রিফাত মেনন বলেন- তারুণ্য আমাদের শক্তি, এই শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে আমাদের। যার যা করতে আগ্রহ জন্মায় বা যা করতে ভালো লাগে তাঁর তা’ই করা উচিৎ, এবং ভালোলাগার কাজ করেই যেন মানুষ স্বনির্ভর হতে পারে সেই উদ্দেশে আমি আমার ভালোলাগার কাজ করে যাচ্ছি। জীবনে নানান বাধা আসবেই কিন্তু সবসময় মনে রাখতে হবে তোমার লক্ষ্য কি, সেই লক্ষ্য স্থির রেখে সকল বাধা বিপরীতে হাটার সাহস করলে সফলতা আসবেই।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]