Shadow

নানকের কথাটা খুব পছন্দ হয়েছে: আসিফ নজরুল

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ডেস্ক রিপোর্ট, ঢাকা;   পত্রিকায় একটা সংবাদ চোখে পড়লো খুব। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক শাহেদ-পাপিয়া’র আশ্রয়-প্রশ্রয় দাতাদের হাত ভেঙ্গে দিয়ে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

তিনি বলেন, শাহেদ -পাপিয়ারা কিভাবে দলে ঢুকে পড়ে? নিশ্চয়ই কোন ফাঁকফোকর আছে? যে নেতার হাত ধরে ঢোকে সেই নেতার হাতকে ভেঙ্গে দিতে হবে। যে তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

যে কারণেই তিনি এসব কথা বলেন না কেন, এটা খুব পছন্দ হয়েছে আমার। এটাই জনগণের কথা।
তবে বাস্তবায়ন হবে বলে বিশ্বাস হয় না।

অধ্যাপক আসিফ নজরুলের লেখাটি তার ফেসবুক পেজ থেকে নেয়া

  ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে নিহত রেনুর ছোট্ট মেয়ে তুবাকে পুলিশ কর্মকর্তার আবেগি খোলা চিঠি

আমাদের বাণী ডট কম/০১ আগস্ট ২০২০/পিপিএম

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •