রাজবাড়ীর পাংশায় একটি দোকান থেকে সরকারি চাল জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা বাজার থেকে এই চাল জব্দ করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল ইসলাম। উদ্ধার কৃত ঐ চালের দোকান মালিক আতাউল্লাহ ওরফে আতাই।

তবে ঐ দোকান মালিক আতাউল্লাহ সাংবাদিকদের জানান, ‘আমি দীর্ঘদিন ধরে সরিষা বাজারে চালের ব্যবসা করি। কখনো খারাপ কাজের সাথে যুক্ত হয়নি। এসব চাল আমি বিভিন্ন জনের কাছ থেকে কিনেছি। কোনো বিশেষ ব্যক্তির কাছ থেকে রাতের আধারে কেনা হয় নাই। পরে বেশি দামের বিক্রির আশায় গুদামজাত করে রেখেছিলাম।’

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, সরকার সমাজের পিছিয়ে পড়া, অসহায়, দুস্থ, প্রতিবন্দ্বী, স্বামী পরিত্যক্তা, বয়স্ক ব্যক্তিসহ প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য বিভিন্ন ধরণের প্রকল্প চালু করেছে। এসব প্রকল্পের আওতায় সুবিধাভোগিদের মধ্যে চাল বিতরণ করা হয়।

সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বলেন, ইউএনও মহোদয় আমাকে না জানিয়েই সরিষা বাজারের কয়েকটি দোকানে তল্লাশি চালিয়েছেন। তিনি একটি দোকানে সরকারি চাল পেয়েছেন। অনেক সুবিধাভোগী চাল পাওয়ার পর তা বাজারে বিক্রি করে দেন। দোকানীরা তা কিনে রেখে পরে বিক্রি করে। কেউ চাল নিয়ে বিক্রি করে দিলে তো আমরা কিছু করতে পারি না। আমরা পরিষদ থেকে যথাযথ ব্যক্তি চাল পাচ্ছে কিনা তা নিশ্চিত করতে পারি। আমি ইউএনওকে স্বেচ্ছায় পরিষদে এনে খাতাপত্র দেখিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বস্তা প্রতি ৩৫ থেকে ৪০ কেজি করে চাল রাখা আছে। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে দোকান মালিক সরকারি চালের কথা স্বীকার করেছেন। কিন্তু বর্তমানে যেসব বস্তায় চাল বিতরণ করা হয় সেসব বস্তা ছিলো না। অনেক পুরনো বস্তায় এসব চাল রাখা ছিলো। তবে এসব চাল বিক্রি করা নিষেধ। জব্দ করা চাল সিলগালা করে রাখা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

উল্লেখ্য গত বৃহস্পতিবার সন্ধ্যায় কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের মৃগী বাজারের একটি সারের দোকান থেকে ৪৪ বস্তা চাল জব্দ করা হয়।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://web.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।