মাসুদ বাবু, লালমনিরহাট জেলা সংবাদদাতা; জেলার আদিতমারী উপজেলায় বজ্রপাতে তমিজন নেছা (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৭ মে ২০২০) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের পঙ্গু প্রতিবন্ধী সামছুল হকের স্ত্রী।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বুধবার দিনভর মেঘাচ্ছন্ন ছিল আকাশ। বিকেলে তমিজন নেছা বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আমাদের বাণী ডট কম/২৭ মে ২০২০/সিসিপি