ঠাকুরগাঁও সদর উপজেলাবাসী উজ্জীবিত হয়ে উঠেছে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ-আল-মামুন যোগদানের পর। তার গৃহীত কিছু পদক্ষেপের কারণে বদলে যেতে শুরু করেছে ঠাকুরগাঁও সদর উপজেলার চিত্র। এলাকার উন্নয়নে আশায় বুক বাঁধছে জনগণ।
তথ্যানুসন্ধানে দেখা গেছে, আব্দুল্লাহ আল-মামুন যোগ দিয়েই উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের প্রতি তাগিদ দেন। অন্যদিকে এ উপজেলাকে ডিজিটালাইজড ওয়েব পোর্টালের আওতায় এনে এ উপজেলার সকল স্কুল, কলেজ, মাদরাসা, ব্যাংক, এনজিওসহ সকল ক্ষেত্রে দুর্নীতি রোধসহ নিজ নিজ দায়িত্ব সচেতনতার সঙ্গে পালনে কঠোর মনোভাব স্থাপন করেছেন। উপজেলার সকল ইউনিয়নের ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র হতে তৃণমূল পর্যায়ের প্রান্তিক কৃষক ও সাধারণ জনগোষ্ঠী যাতে অতি সহজে তথ্য সেবা কেন্দ্র থেকে তথ্য সেবা পেতে পারে এজন্য প্রতি সপ্তাহে তিনি শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে তৃণমূল এলাকা পরিদর্শন করেন।
অন্যদিকে মাঠ পর্যায়ে সাধারণ দুস্থ মানুষের পাশে গিয়ে তাদের দুঃখ-দুর্দশা নিজের চোখে দেখে যে সকল বাড়িতে পাকা ল্যাট্রিন নেই সেখানে তাৎক্ষণিক পাকা ল্যাট্রিনের ব্যবস্থা করে দিচ্ছেন। প্রধানমন্ত্রী কর্তৃক এ উপজেলার আদিবাসী ছেলেমেয়েদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের তদারকি করছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুতের ব্যবস্থা করে এ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করেছেন।
অন্যদিকে বাল্যবিবাহ বন্ধের ক্ষেত্রে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বাল্যবিবাহ বন্ধের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পড়াশোনা অব্যাহত রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছেন। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুতের ব্যবস্থা ছিল না সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সৌর বিদ্যুতের ব্যবস্থা করে বৈদ্যুতিক আলোসহ ছাত্রছাত্রীদের জন্য তথ্যপ্রযুক্তি কম্পিউটার সেবার ব্যবস্থা করে দিয়েছেন। ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, খাদ্যে ভেজাল অভিযান বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি রোধে ঝটিকা অভিযান পরিলক্ষিত হয়।
উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সংবাদিক, সুশীল সমাজ, জনপ্রতিনিধি, এনজিও কর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষ নিয়ে উপজেলায় মাসিক সভা সেমিনারের মাধ্যমে উদ্বুদ্ধকরণ ও জন সচেতনতামূলক কর্মকাণ্ড ছাড়াও সকল ভালো কাজের জন্য তিনি নিবেদিত সাধারণ মানুষের সেবা করে চলেছেন।
এ ব্যাপারে সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল-মামুন মানবজমিনকে বলেন, গত বছরের ৮ই আগস্ট তারিখে এই উপজেলায় ইউএনও হিসেবে যোগদানের পর প্রাথমিক শিক্ষায় ছেলেমেয়েদের শিক্ষা উপকরণ খেলনা সামগ্রী বিদ্যালয় সংস্কারে বিশেষ ভূমিকা রাখার জন্য জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছি। এই উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করার জন্য পুলিশ প্রশাসনকে নিয়ে পাড়া-মহল্লায় যেখানে মাদকের আখড়া সেখানে ঝটিকা অভিযান চালাচ্ছি। খুব শিঘ্রই এই উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করব ইনশাআল্লাহ।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]