বসন্ত
মোছা: ইসমত আরা

প্রকৃতির সিন্ধ মনোহর বসন্ত
তুমি আসবে আবার কবে,
তোমার জন্য আজও আমি অনুতপ্ত
ভালবাসার সোনার খাচায় ভরে।
তুমি সত্যি এক অপূর্ব জাগরনী
তোমার আগমনেই পাখি গান গায়,
তুমি যেন সুন্দর করেছো ধরনী
কবিতা যেন গো কবির খাতায়।
তোমারি জন্য মোরা হই কতো সুখী
তুমি যেন এক রৌদ্র ভরা দুপুর,
তোমার আগমনে কোকিলের কুহুকুহু গুনঞ্জনী
তুমি যেন মেয়েদের পায়ের নুপুর।
কচিপাতায় গাছ ভরে যায়
গাছগুলোর শনশন দোলা,
মনটা ভরে যায় কানায় কানায়
আরো বিচিত্র কারণে—
যায় না তোমাকে ভোলা।

 

আমাদের বাণী/আ-আ-হ-মৃধা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।