বাঁঁচাও স্বাধীনতাদেরকে!
জাহাঙ্গীর বাাবু
আমি সতের কোটি স্বাধীনতার কথা বলছি-
প্রতিদিন, প্রতিরাত, প্রতিমুহুর্ত
হায়েনা,জানোয়ার, নরখাদকের হাতে,
স্বাধীনতারা মৃত্যু বরণ করে!
যেন প্রকৃতির নিয়ম ভেঙ্গে,অসময়ে প্রস্থান!
গাড়ির তলায় পিষ্ট হচ্ছে স্বাধীনতা
অনিরাপদ জনপদ,অনিরাপদ রাজপথ
স্বাধীনতাদের রক্তে লাল হয়;
থোকা থোকা রক্তে পিচ ঢালা পথ বিবর্ণ
স্বাধীনতারা মিছিল করে মুক্তির!
মৌলিক অধিকারে, বেঁচে থাকার প্রয়াসে
স্বাধীনতারা করে মানব বন্ধন, করে অনশন!
স্বাধীনতারা প্রতিবাদ করে নিরাপদে ঘরে ফেরার!
মুক্ত মানচিত্রের সীমানায়
স্বাধীনতারা হয় গুলি বিদ্ধ অহরহ !
স্বাধীন ভুখন্ডে পড়শীর পুশ ইন
লাগাতার চাপ,সীমান্তে থেমে থেমে লাশ!
বায়ান্নর ভাষা আন্দলোনে স্বাধীনতার স্বপ্ন!
রেসকোর্স ময়দানে একাত্তরের সাত মার্চে
দিশেহারা জন সমুদ্রে কবির মস্তিস্কে জন্ম
স্বাধীনতার অমর কবিতা,
পঁচিশে মার্চ অপারেশন সার্চ লাইটের
রক্তের স্রোত ধারায় ছাব্বিশে মার্চে
স্বাধীনতার ভ্রুণ, বাংলা মায়ের গর্ভে
বেড়ে উঠে নয় মাসে;আহাজারি,চিৎকার,
ধ্বংস যজ্ঞ পাকীস্তানীদের,রাজাকার,
আলবদরদের জ্বালাও,পোড়াও,বোম,বুলেট,
কামান,হাঙ্গর,নদী গ্রেনেড,সম্মুখ যুদ্ধ,
এক নদী রক্ত পেরিয়ে ষোল ডিসেম্বরে
পরাধীনতার পর্দা ছিঁড়ে লাল সবুজের জমিনে
ভুমিষ্ট আমার প্রিয় জন্মভুমি বাংলাদেশ।
স্বাধীন,স্বাধীনতা নামে ডাকি তারে
সতের কোটির নীপিড়িত,নীগৃহীত,অত্যাচারিত
মজলুম,দরিদ্র,শোষিত,হত্যা,খুন হওয়া,
লাঞ্চিত, অপমান,অপদস্ত, ধর্ষিত,
ঘরে,বাইরে,কর্মক্ষতেরে,দেশে প্রবাসে
বৈষম্যের শিকার নির্যাতিত,দলিত,পদদলি, অবহেলিত,কর্মহীন,বেকার,জীবন যুদ্ধে পরাজিত
শিশু আবাল বৃদ্ধ বনিতাদের নাম দিয়েছি স্বাধীনতা
সতের কোটি বাংলাদেশীদের নাম স্বাধীনতা।
স্বাধীনতাদের কাছেই পরাজিত স্বাধীনতা।
আশ্চর্য, সাতচল্লিশে গেলো বৃটিশ,একাত্তরে পাকীস্তানী
তাদের প্রেতাত্মাগুলো সমাজের, দেশের প্রতিটি ক্ষেত্রে,
কতিপয় শিক্ষিত,অশিক্ষিত জালিম,জানোয়ারের,
মানুষের অবয়বে মানুষের বাজারে বিচরন করছে!
হত্যা করছে আমার স্বাধীনতাদেরকে?
স্বাধীন দেশে স্বাধীনতার মাঝেই স্বাধীনতা খুঁজি!
কে আছো, বাঁঁচাও স্বাধীনতাদেরকে!
কতিপয় স্বাধীনতার নিঃশ্বাসে ইয়াবা,
ফেন্সিডিল,গাঁজা,মদ নেশার দ্রব্য
কতিপয় স্বাধীনতা ফাইলের নীচে দম বন্ধ
স্বাধীনতা হয় ধর্ষিত, পড়ে থাকে
খালে বিলে বনে জঙ্গলে,ঝুলে ফাঁসির দড়িতে,
স্বাধীনতা স্বাশরুদ্ধঅফিসে,আদালতে,
দুর্নীতি,স্বৈরাচারীতার মাকড়সার জালে!
আবরার,তনু,মিতু,ইয়াসমীন,ফেলানীরা
আমার স্বাধীনতা!অনিরাপদ সড়কে মৃত্যু হয়
স্বাধীনতার! শিক্ষালয়ে,হাসপাতালে, সাভারে,তাজরীনে,
চকবাজারে,পাহাড়ে,নদী,সাগরে,অভিবাসনে,ঘরে,বাইরে
এক সাগর রক্তের বিনিময়ে হাজারো সম্ভ্রমের বিসর্জনে
পাওয়া স্বাধীনতা প্রতিদিন, প্রতিরাত, প্রতিমুহুর্তে
মৃত্যু বরন করছে,না মৃত্যু নয়, মৃত্যু নয় খুন হচ্ছে!
আমি অক্ষম এক কবিতার ফেরিওয়ালা;
কবিতা লেখা ছাড়া কি করার আছে আমার!
হাতে নেই বন্ধুক রাইফেল,তলোয়ার,মেশিন গান!
চাইলেই পারিনা,খড় কুটো ধরে বেঁচে থাকার লিপ্সা অথুর্ব করেছে আমায়! প্রশ্ন আছে উত্তর নেই বরাবরের মতো,হৃদয়ে আছে নীরব রক্ত ক্ষরণ !
ক্ষমতাবাণ,বিত্তবান,বিবেকবান,স্বার্থপর নও এমন কে আছো,কে আছো,
বাঁঁচাও স্বাধীনতাদেরকে!বাঁঁচাও স্বাধীনতাদেরকে!
এক সাগর রক্তের বিনিময়ে হাজারো সম্ভ্রমের বিসর্জনে
পাওয়া স্বাধীনতা প্রতিদিন, প্রতিরাত, প্রতিমুহুর্তে
মৃত্যু বরন করছে,না মৃত্যু নয়, মৃত্যু নয় খুন হচ্ছে!
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]