১০ মার্চ পঞ্চম উপজলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রাজশাহী জেলার বাঘা উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রাজশাহী জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্নসাধারন সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু। নির্বাচন কমিশনের তফসিল মোতাবেক ১৯ ফেব্রুয়ারী মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ছিল। সেই মোতাবেক নির্দিষ্ট সময়ে বাকি মনোনয়ন পত্র জমাদানকারিরা তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। জেলা রিটার্নিং অফিসার সুত্র থেকে এ তথ্য জানা গিয়েছে । তবে উপজেলায় ভাইস-চেয়ারম্যান ও মহিলা-ভাইস-চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় নিয়ামানুযায়ী ১০মার্চ এসব পদে নির্বাচন অনুষ্ঠিত হবে ।
আমাদের বাণী/আল-আমিন মাসুম