বিপিএল ২০২৩ঃ প্লে অফের চার দল চূড়ান্ত

ঢাকাকে অল্পতে বেঁধে দিয়ে ২ উইকেটে জয় নিয়ে ২০২৩ সালের বিপিএলের প্লে অফ নিশ্চিত করে রংপুর রাইডার্স। আগেই চট্টগ্রাম বিদায় নেয়ায় গতকাল কাগজে-কলমে টুর্নামেন্টে টিকে ছিল ঢাকা। তবে রংপুরের কাছে হেরে তাদের বিদায় নিশ্চিতের পাশাপাশি, রংপুর নিশ্চিত করে প্লে-অফ। ফলে এবারের বিপিএলে প্লে অফ নিশ্চিত করেছে তাই মাশরাফীর সিলেট, সাকিবের বরিশাল, ইমরুল কায়েসের কুমিল্লা ও নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স।

এবারের বিপিএলের প্লে অফ নিশ্চিত করা চার দল হলো- সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। বাকি তিন দল ঢাকা ডমিনেটর্স, খুলনা টাইগার্স আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিদায়ঘণ্টা বেজে গেছে বেশ আগেভাগেই।

তবে প্লে অফে কোয়ালিফায়ার ম্যাচের জন্য কোন দুটি দল প্রথম ও দ্বিতীয় হয়, সেটাই এখন দেখার বিষয়। কারণ সেরা দুই দল ফাইনালে ওঠার জন্য প্লে অফে দুটি করে সুযোগ পাবে। তিন আর চারে থাকা দুই দল প্লে-অফে একটি ম্যাচ হারলেই বাদ।

এবারের বিপিএলে ১০ ম্যাচে আট জয় ও দুই পরাজয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স। দুইয়ে থাকা সাকিবের ফরচুন বরিশাল ১০ ম্যাচে ৭ জয় ও ৩ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। পয়েন্ট তালিকায় তিন ও চার নম্বরে রয়েছে যথাক্রমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স।

সমান ৯ ম্যাচে ছয় জয়ে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় তিনে কুমিল্লা। বাদ পড়া বাকি তিন দল ঢাকা ডমিনেটর্স ১১ ম্যাচে ৬, খুলনা টাইগার্স ১০ ম্যাচে ৪ আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৯ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করায় তাদের পরের রাউন্ডে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। ফলে মাশরাফীর সিলেট, সাকিবের বরিশাল, ইমরুল কায়েসের কুমিল্লা ও নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্সের মধ্যে কারো হাতেই উঠবে চ্যাম্পিয়নের শিরোপা।