Shadow

মশা নিয়ে আতঙ্কিত দূর্গাপুর পৌরবাসী

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

শাহীন আলম, দূর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা; বর্ষা মৌসুম আসলে এডিস মশা বৃদ্ধি পাচ্ছে। আর তখনই নড়েচরে বসে দূর্গাপুর পৌরসভার । আর পৌরসভার শান্ত রাখতে প্রতি অর্থ বছরেই বাড়ানো হচ্ছে মশা মারা বাজেট। তবে এবার মশা মারতে দূর্গাপুর পৌরসভার বাজেট বাড়ানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মশা নিয়ে অভিযোগের শেষ নেই পৌরসভার । তাদের মতে, মাঝেমধ্যে লোক দেখানো মশার ওষুধ ছিটালেও কাজের কাজ কিছুই হচ্ছে না। আর এক এলাকায় একদিন ওষুধ ছিটানোর পর ওই এলাকায় অনেকদিন আর ওষুধ ছিটানো হচ্ছে না। ফলে মশার উপদ্রব অনেক বেড়েছে।

পৌরসভাবাসী জানান, এতো পরিমান মশা হয়েছে দূর্গাপুর সদরে তাহলে পৌরসভার অন্য এলাকায় কি পরিমাণ মশা হয়েছে জানাগেলো পৌরসভার অন্য গ্রামের মানুষ মশা নিয়ে কতটা নিরাপদ আছে দূর্গাপুর পৌর এলাকার মানুষ জানান আমরা সন্ধা লাগলে দুইটা করে মশারি লাগিয়ে ঘুমাতে পরিনা আরো জানান মশা নিধণের ব্যাবস্ত না নিলে করোনা ভাইরাসের থেকেয় ভায়াবহয়ো রুপ নিতে দিরি নায।

  ঠাকুরগাঁওয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত

আমাদের বাণী ডট কম/০৭ এপ্রিল ২০২০/পিপিএ 

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •