এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা; করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে জেলার রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে তাবলিগ জামায়াতের ৭ ভারতীয় নাগরিককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

 আজ  মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২০) বিকেলে তাদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্র্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি তাবলিগ জামায়াতে অংশ নিতে ভারত থেকে বাংলাদেশে আসেন ওই ৭ ভারতীয়। পরে ৩৩ দিন পটুয়াখালী, ১৮ দিন কলাপাড়া ও ৮দিন গলাচিপা থাকার পর তারা এ উপজেলায় অবস্থান করছিল। সর্বশেষ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে তিনদিন ধরে ফুলখালী গ্রামে অবস্থিত তাবলিগ জামায়াতের নির্ধারিত একটি ঘরে অবস্থান করে ওই ভারতীয়রা। এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে হোম কোয়ারেন্টানের নির্দেশ দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, ‘করোনার ঝুঁকি এড়াতে তাবলিগ জামায়াতে আসা ৭ ভারতীয়কে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে তারা সেখানে অবস্থান করবেন। তারা যেখানে আছেন, সেখানে লোকজন আসা যাওয়া করতে নিষেধ করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না পাওয়া পর্যন্ত তারা সেখানে কোয়ারেন্টাইনে থাকবেন।’

উপজেলার শীর্ষ এই কর্মকর্তা বলেন, ‘এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কারণ নেই। ঝুঁকি এড়াতে তাদেরকে কোয়ারেন্টানে রাখা হয়েছে।’

আমাদের বাণী ডট কম/০৭ এপ্রিল ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।