পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ গুজবে কান না দিতে, আইন নিজেদের হাতে তুলে না নিতে ও মানসিক সচেতনতায় উদ্ভুদ্ধ করণে নোয়াখালীর সেনবাগ থানার ওসি মিজানুর রহমান শিক্ষার্থীদের আহ্বান জানান।

 বুধবার সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য রাখেন।ইতি পূর্বে পুরো সেনবাগ থানায় মাইকিং করে আইন নিজেদের হাতে না নিয়ে সেনবাগ থানায় অভিহিত করার জন্য আহ্বান জানান।

উল্লেখ্য,বাংলাদেশে সাম্প্রতিক সময় ছেলে ধরা সন্দেহে কয়েকজনকে হত্যা এবং আহত করার ঘটনায় বাংলাদেশ সরকার এক বিবৃতিতে কোন সন্দেহজনক ঘটনা বা গুজবের ভিত্তিতে কোন নিরীহ মানুষকে হত্যা করার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, এ ধরনের ঘটনা শাস্তিযোগ্য অপরাধ।

এদিকে, ছেলেধরা গুজবে গণপিটুনিতে নিহত ঢাকার উত্তর বাড্ডার তসলিমা বেগম রুবির হত্যাকান্ড স্তভিত পুরোদেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।