পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ এ ধরনের গুজব ছড়ানোর প্রতিরোধে বিশেষ সংবাদ সম্মেলন করেছে রাজবাড়ী জেলা পুলিশ। বুধবার বিকেলে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, ফেইসবুকে গুজব ছড়ালে লাইক দিলে ও শেয়ার করলেই সাজা পেতে হবে। কেউ যদি গুজব ছড়ানোর চেষ্টা করে আমরা অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে আসবো।

পুলিশ সুপার আরো বলেন, ছেলে ধরা বিষয়টি সম্পন্নরুপে গুজব। এ ধরনের গুজবে কেউ কান দিবেন না। গুজবে বিভ্রান্ত হয়ে কাউকে গণ পিটুনি দিলে তাদের বিরুদ্ধে মামলা হবে। প্রয়োজনে আপনারা রাজবাড়ী জেলা পুলিশকে অবহিত করবেন। না হয় ৯৯৯ এ ফোন দিবেন আমরা সাথে সাথে ব্যবস্থা নিবো।

পুলিশ সুপারের কার্যালয়ে মত বিনিময় সভায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, মোঃ ফজলুল করিম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদারসহ জেলার বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।