Shadow

মুন্সিগঞ্জে ম্যাজিস্ট্রেটসহ আরও ২৮ জনের করোনা শনাক্ত, মোট ৪৮৮

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

মুন্সিগঞ্জ সংবাদদাতা;  একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ নতুন করে আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৪৮৮ জনের করোনা শনাক্ত হলো।  আজ বৃহস্পতিবার (২১ মে ২০২০)  আরও ১০ জন করোনা জয় করেছেন। এ নিয়ে জেলায় মোট ১০০ জন করোনা জয় করলেন।

উপসর্গ নিয়ে মারা যাওয়া দু’জন সদরের মালিপাথর গ্রামের আব্দুল হালিম (৬৫) ও চরকিশোরগঞ্জের আব্দুল কাদেরের (৬০) করোনা শনাক্ত হয়েছে। তাই জেলায় এখন মৃতের সংখ্যা বেড়ে ১৬ জন।

 • নতুন শনাক্তদের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলায় ১৬, শ্রীনগর উপজেলায় ৭, সিরাজদিখান ৩ ও গজারিয়া ২ জন।আজ বৃস্পতিবার ১৯ ও ২০ মে’র পাঠানো নমুনার ১৪৪ জনের রিপোর্ট পাওয়া গেছে। এতে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলায় শহরের মাঠপাড়ার পুরুষ (৬৫), মানিকপুরের পুরুষ (৩৮), মধ্যকোর্টগাঁও এলাকার পুরুষ (৩৬), মহিলা (৬০), মাঠপাড়ায় পুরুষ (৫৬), মুন্সিগঞ্জ সদরের ঠিকানায় পুরুষ (১৬), সদরের পুরুষ (৫৩), সদরের মহিলা ৫০), মালিরপাথরের পুরুষ (২৩), মালিরপাথরের মহিলা (৩০), নায়াগাঁও গ্রামের মহিলা (২৯), রিবাকীবাজারের মহিলা (৬০), বজ্রযোগিনীর পুরুষ (৪০) ও বজ্রযোগিনীর পুরুষ (৩০)। এছাড়া মালিপাথরের মৃত আব্দুল হালিম (৬৫) ও চরকিশোরগঞ্জের মৃত আব্দুল কাদের (৬০)।

 1. শ্রৗনগর উপজেলায় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস শিকদার (৩১), বাড়ৈখালী গ্রামের পুরুষ (৩০), উত্তর কোলাপাড়ার পুরুষ (২৩), দাইসার গ্রামের পুরুষ (৪৯), দাইসার গ্রামের মহিলা (৩৭), দাইসার গ্রামের মহিলা (৬৯) ও মাসুরগাঁও গ্রামের পুরুষ(৩০)। সিরাজদিখান উপজেলায় নতুন করোনা শনাক্ত তিনজন হলেন, সন্তোষপাড়া গ্রামের বোন (২৬), ভাই ফার্মেসি ব্যবসায়ী (৩৮) এবং রাজদিয়া গ্রামের ফার্মেসী ব্যবসায়ী (২৪)। গজারিয়া উপজেলায় নতুন করোনা শনাক্ত দুইজনের মধ্যে গজারিয়া শাখা সোনালী ব্যাংকের কর্মকর্তা পুরুষ (২৭) এবং ভবেরচর গ্রামের পুরুষ (২০)।
  বাবার প্রতি অকৃত্রিম ভালোবাসা

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২১ মে ২০২০) তথ্য অনুযায়ী, ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ১০ হাজার ১৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ২৬২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ১৪ হাজার ১১৪টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৭৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫১১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২২ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৪০৮ জনে।

আমাদের বাণী ডট/২১  মে ২০২০/পিবিএ 

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •