মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা; জেলায় নতুন করে আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫৬৭ জন। অন্যদিকে একই দিনে আরও ২৪ জন সুস্থ হওয়ায় জেলায় করোনা জয়ীর সংখ্যা ১৩২২ জন।
আজ শনিবার (১৮ জুলাই ২০২০) মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার প্রাপ্ত ১০৩টি নমুনা পরীক্ষার রিপোর্টে আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন করোনা আক্রান্তের সংখ্যা ২৫৬৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে কিংবা করোনায় কেউ মারা যাননি। এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৫৮ জন।
তিনি জানান, নতুন শনাক্ত ২৯ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১৬ জন, সিরাজদিখান উপজেলায় ৫ জন, লৌহজং উপজেলায় ৬ জন, শ্রীনগর উপজেলায় ২ জন ও গজারিয়া উপজেলায় একজন রয়েছেন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনের সর্বশেষ (১৮ জুলাই ২০২০) তহ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃত্যুর সংখ্যা ২৫৮১ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৭০৯ জন। মোট শনাক্তের সংখ্যা ২ লাখ ২ হাজার ৬৬ জন।গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১০ হাজার ৬৩২টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৯২৩টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ১৭ হাজার ৬৭৪টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৭০৯ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ৮০ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ২ লাখ ২ হাজার ৬৬ জন। শনাক্তের হার ১৯ দশমিক ৮৬ শতাংশ।’ ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৩৭৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ১০ হাজার ৯৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৪ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২ হাজার ৫৮১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩১ জন এবং নারী ৮ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ ২ হাজার ৪০ জন এবং নারী ৫৪১ জন।’
আমাদের বাণী ডট কম/১৮ জুলাই ২০২০/পিপিএম
