Shadow

শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ; জেলার শিবগঞ্জ উপজেলার পাগলা নদীতে ডুবে দুই শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে ২০২০) দুপুরে উপজেলার উমরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা সম্পর্কে একে অপরের মামাত ও ফুফাত ভাই। তারা উমরপুর গ্রামের খোঁচপাড়ার আব্দুল মতিনের ছেলে শাহদাৎ হোসেন নয়ন (১০ ) ও একই এলাকার মেশের আলীর ছেলে জিহাদ (১২)।

শ্যামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যান খাইরুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে পাগলা নদীর উমরপুর ঘাট এলাকায় অন্য বাচ্চাদের সঙ্গে গোসল করতে নামে নয়ন ও জিহাদ। নদীটি পুনঃখনন হওয়ায় গোসলের একপর্যায়ে শিশু দুইটি পানিতে তলিয়ে যেতে থাকলে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশু দু’টি মারা যায়।

  শরনখোলায় বে-আইনিভাবে উত্তোলনকৃত মাটির অর্থ উদ্বার করলেন ইউএনও

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক কামাল হোসেন শিশু দুইটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

আমাদের বাণী ডট/১৪ মে ২০২০/পিবিএ 

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •