ঝিনাইদহের শৈলকুপায় মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে কালী প্রতিমা ভাঙচুর করার সময় সোহান হোসেন (২০) নামের এক ছাত্রকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কীর্তিনগর গ্রামের বটতলা কালি মন্দিরে এ ঘটনা ঘটে।

প্রতিমা ভাঙচুরকারী সোহান শৈলকুপা উপজেলার দোহারো গ্রামের রজব আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে কীর্তিনগর গ্রামের একটি মন্দিরের তালা ভেঙ্গে ভেতরে থাকা কালী প্রতিমা ভাঙচুর করছিল সোহান। এসময় আশেপাশের লোকজন দেখতে পেয়ে তাকে ধরে কাতলাগাড়ি পুলিশ ক্যাম্পে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে শৈলকুপা থানায় নিয়ে আসে। প্রতিমা ভাংচুরকারী সোহান এ বছর কাতলাগাড়ি ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে বলেও জানান ওসি।

এদিকে, প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি।  স্থানীয়রা বলছেন অভিযুক্ত সোহান কিছুটা মানসিক ভারস্যম্যহীন।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।