সুস্থ মানবতা চাই
মতিলাল দাস
আমি চিৎকার করে একটি মানবতা চাই
সুস্থ একটি মানবতা চাই ,
মানবতায় ক্যানসার বসেছে, হচ্ছে মানবতার ক্ষয়
লজ্জা হীনমন্যতা মানবতা দেখেছি
দেখি না মানবতার জয়,
পঁচা-ডাস্টবিনে নিম্নাঙ্গের পবিত্রতা ,
পাগলি হয় অন্তঃসত্ত্বা এই বুঝি মানবতা ?
বৃদ্ধ মাকে রাস্তায় ফেলে যায়
ছোট্ট শিশুকে জানোয়ারেরা ছিঁড়ে খায়,
মিথ্যা কথা দামী হয় ,
এই বুঝি মানবতা ?
আমি চিৎকার করে মানবতা চাই
একটি সুস্থ মানবতা।
আইন হচ্ছে টাকায় তুচ্ছ, বিধবার পথে কাঁটা
অভাগাদের খাবারে হিংস্রের থাবা,
এই বুঝি মহা-মানবতা !
বুকের ভীতর কেঁপে উঠে মিথ্যার ভাইরাসে
ধিক্কারের আগুন জ্বলে ওঠে টর্নেডো সাইরাজে।
রক্ত দিয়ে গোলাপ রাঙায় মানবের দানবে
কেউ কি শুনতে পাও হাসির শব্দ-
তা কি আমায় জানাবে ?
আমি চিৎকার করে মানবতা চাই
একটি সুস্থ মানবতা।
আমাদের বাণী/আ-আ-হ-মৃধা