দেশব্যাপী ডেঙ্গু আতংক দূরীকরন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক এক আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৯ জুলাই ২০১৯ সকাল এগারোটায় সেনবাগ উপজেলা প্রশাসনের আয়োজনে ও সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ মতিউর রহমানের সভাপতিত্বে ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান।
বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজিম উদ্দিন,উপজেলা শিক্ষা অফিসার কামরুন নাহার, সেনবাগ থানার এস আই সাইফুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুস সাত্তার, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি এ এন এম সহিদ উল্যা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল,বিভিন্ন মাধ্যমিক,প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক, প্রিন্ট,ইলেক্টনিক,অনলাইন মিডিয়ার সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডাঃ মতিউর রহমান শুভেচ্ছা বক্তব্যে ডেঙ্গু উৎপত্তি,বংশ বিস্তার,প্রতিকার,প্রতিরোধে করনীয় বিষয়ে বক্তব্য রাখেন।প্রধান অতিথি,বিশেষ অতিথি তাদের আলোচনায় সকলের সম্মিলিত প্রচেষ্টা সরকারের বিভিন্ন উদ্যোগে একাত্ম হয়ে কাজ করার আহ্বান জানান।