মাইল বাড়ীয়া গ্রামের এক কৃষকের অ-সাবধানতার কারণে মাহাবুব (৩) নামের এক অবুঝ শিশু সেভেন আপ বোতলে রাখা কীটনাশক, পানি ভেবে খেয়ে ফেলায় তার করুন মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউপির মাইলবাড়ীয়া গ্রামে। সে ঐ গ্রামের হানিফের পুত্র। মঙ্গলবার ১২ টার দিকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায় ২ এপ্রিল মঙ্গলবার দুপুর সাড়ে ১১ টার দিকে মাহাবুবদের বাড়ীর পাশে ধান ক্ষেতে গ্রামের এক কৃষক কীটনাশক ঔষধ দিচ্ছিলো। এসময় মাহাবুর খেলার ছলে পাশে রাখা কীটনাশকের বোতলে পানি ভেবে ঐ কীটনাশক পান করে। পরে তার মা রোজিনা খাতুন টের পেয়ে তাকে দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। ছোট্ট অবুঝ শিশুটির অকাল মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা