সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা; জেলার সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিকরুল হক (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।
আজ মঙ্গলবার (১৪ জুলাই ২০২০) সকালে তিনি বার্ধক্যজনিত রোগে শহরের নয়াটোলস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর স্বাস্থ্যবিধি মেনে তার গ্রামের বাড়ি কামারপুকুর ইউপির ধলাগাছ গ্রামে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
এর আগে সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মরহুমের মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
তার মৃত্যুতে সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, পৌর মেয়র আমজাদ হোসেন সরকার, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন বাদল ও সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ সিপিবি, ওয়ার্কার্স পার্টিসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
আমাদের বাণী ডট কম/১৪ জুলাই ২০২০/পিপিএম