মুন্সীগঞ্জ সংবাদদাতা; সোনালি আঁশ পাটের চেয়ে খড়ির দাম বেশি। তাই মুন্সিগঞ্জের চাষিরা এবার পাটখড়ির দিকে নজর দিচ্ছেন বেশি। জেলা জুড়ে এখন চলছে সেই আয়োজন।

সড়কের চারপাশ জুড়ে সাজানো পাটখড়ি। মুন্সিগঞ্জের বিস্তৃত এলাকা ঢাকা পড়েছে সোনালী আঁশ পাট আর পাটখড়িতে। সড়কের পাশে বসেই আঁশ ছাড়ানোর ব্যস্ততা। গৃহিনীরা সহযোগীতা করছেন কাজে। স্কুল বন্ধ থাকায় কিশোরেরাও যোগ দিয়েছেন আঁশ ছাড়াতে।

পাটের শলা থেকে আঁশ ছাড়িয়ে দিলেই মিলবে পাটখড়ির ভাগ। তাই জেলার বাইরে থেকেও অনেকেই আসছেন পাটের আঁশ ছাড়াতে। পরিশ্রম অনুযায়ী ঠিকমতো মুনাফা আসে না পাটে। তাই অনেকেই পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে জানান চাষিরা। শুধুমাত্র গৃহস্থালির জ্বালানির চাহিদা মেটাতে এ বছর পাট চাষ করেছেন বলেও জানান তারা।

এ বছর পাটের দাম কম হলেও, বেড়েছে পাটখড়ির দাম। তাই অনেকেই পাটখড়ির জন্য পাট চাষ করছেন বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ শাহ আলম।

মুন্সিগঞ্জে এ বছর ৩ হাজার ৬০০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো। তবে, পাট চাষ হয়েছে ৩ হাজার ৪২৬ হেক্টর জমিতে।

আমাদের বাণী ডট কম/২৫ জুলাই ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।