১৬তম শিক্ষক নিবন্ধনের আবেদন গ্রহণের সময় আজ বুধবার (১৯ জুন) শেষ হতে যাচ্ছে। আগামী ২২ জুন পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন প্রার্থীরা। শিক্ষক নিবন্ধনের আবেদন গ্রহণের সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম আশফাক হুসেন। মঙ্গলবার (১৮ জুন) দুপুর পর্যন্ত ষোড়শ শিক্ষক নিবন্ধনের সাড়ে তিন লাখ আবেদন পড়েছে বলে জানিয়েছে এনটিআরসিএ সূত্র।

এনটিআরসিএ চেয়ারম্যান এস এম আশফাক হুসেন বলেন, ১৬তম শিক্ষক নিবন্ধন আবেদনের সময় বাড়ানোর কোনো পরিকল্পনা এনটিআরসিএর নেই। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। আর আগামী ২২ জুন পর্যন্ত নির্ধারিত ৩৫০ টাকা ফি জমা দেয়া যাবে।

মঙ্গলবার (১৮ জুন) এনটিআরসিএ সূত্র জানায়, ১৬তম শিক্ষক নিবন্ধনে এখন পর্যন্ত সাড়ে তিন লাখ আবেদন জমা পড়েছে। সূত্র আরও জানান, এদের মধ্যে সবাই আবেদন ফিয়ের টাকা জমা দেননি। প্রার্থীরা ২২ জুনের মধ্যে টাকা জমা না দিলে তাদের আবেদন গ্রহণযোগ্য থাকবে না। কর্মকর্তাদের মত, ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করায় এবার আবেদন কিছুটা কম পড়েছে। তবে, শেষ দুই দিন কিছুটা বেশি আবেদন জমা পড়বে বলে ধারণা করছেন তাঁরা।

উল্লেখ্য, গত ২৩ মে ১৬তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। বিজ্ঞপ্তি অনুসারে, গত ২৮ মে বেলা ৩টা থেকে এনটিআরসিএর নির্ধারিত ওযেবসাইটে ১৬তম শিক্ষক নিবন্ধনের আবেদন গ্রহণ শুরু হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।