অনষ্টীকৃত এবং অন্যান্য
আইনুল হোসেন সানু

এক মুঠো
ভাতের জন্য
সে’ কি প্রহসন, সহে
হাজার আগ্রাসন
কথায় কথায়, উঠতে বসতে
কেবলই ভাতের খোঁটা
জ্বলে অঙ্গ মন সদা
পিত্ত বিমোচন —-

স্বাধীন দেশে
নিজের ঘরে কাঁদে নাড়ি ছেড়া ধন
আজও অনাহারে, নিরবে
কাঁদে মন হলে অধর্ম পূনঃজনম
যেন’ সে’ স্বাধীন ফের, বাঁধন হারা হয়ে
স্বার্থ হাসে চোখে’, এক পলকের তরে
আপন হলো পর ভাঙতে
সুখের ঘর !
চেনা’ র মাঝে দেখি
চশমা’ চোখে’ ‘নিত্য অহংকার, বলো
তবে, কোন সে’ আপন জন — ?

না’ খেলে সন্তান
আজও একটু ঠিকঠাক হয়
দুখি মা’য়ের মন, আর চাকর বাকর
খেলো বেশী’ তো’ পাল্টা আক্রমন
হেথা’ সেথা শুধু ই প্রহসন
এক মুঠো ভাতের জন্য দিন রাত্রি ভর
আকাশ থেকে পাতাল না’ জানি
কত ঘুরাঘুরি, পেটের দায়ে
করি চুরি তো’ আমি’ দাগী আসামী’ আর সিষ্টেমেতে করলে তুমি হলে
সবার মধ্যমনি
না’ হলে কভু ফেরারি —
এক মুঠ ভাতের জন্য
কি’ যে’ প্রহসন কত না’ লুকোচুরি, চলে পথ
চুপিসারে অন্ধকার গলি, দিনময়
সেজে ফেরে অতি ভদ্রবেশী’
আহ্লাদিত একটু হেলিদুলি —

কাটে কারো অলস সময়
দিন গিয়ে রাত এলো, কারো বা’
দুখে ভরা জীবন কষ্টে ভরা
বড্ড এলোমেলো —
বসত কারো প্রাসাদ’ তে
সেথা অন্নের ছড়াছড়ি, কাটে জনম
সুখে তাদের খাবারে নেই রুচি —-
কারো ক্ষুধায় জনম ভর
খাবারের নেই সূচী –

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।