শাহীন আলম, দূর্গাপুর  (রাজশাহী) সংবাদদাতা;  করোনা ভাইরাস প্রতিরোধে বুধবার দুপুর থেকে পরর্বতী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য জেলার দুর্গাপুর উপজেলার সকল দোকানপাট ও সাপ্তাহিক হাটবাজার বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (২৫ মার্চ ২০২০) দুপুরে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মহসীন মৃধা এই আদেশ জারি করেন।

মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার জানান, করোনা ভাইরাসরে কারণে গণজমায়েত এড়াতে পরর্বতী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক হাটগুলো বন্ধ থাকবে। একই সাথে খাবার হোটেল, শপিংমলগুলোও বন্ধ থাকবে। তবে মুদি দোকান, কাঁচা বাজার এবং ওষুধের দোকান খোলা থাকবে। তিনি আরো বলেন, আমরা চাই কোনো সাধারণ মানুষ ঘরের বাইরে না থাকুক।

সকলের সহযোগিতা নিয়ে করোনা ভাইরাস মোকাবেলা করতে চাই। তাই সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান তিনি। এর আগে দুর্গাপুর বাজারে মাইকিং করে জানানো হয়, ২৫ মার্চ দুপুর থেকে উপজেলার সকল দোকান ও সাপ্তাহিক হাট বন্ধ থাকবে। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আমাদের বাণী ডট কম/২৫ মার্চ ২০২০/আরকে 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।