নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট;  জেলার আক্কেলপুর পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় এলাকা থেকে ৫০ মেট্রিক টন সরকারি গম জব্দ করা হয়েছে ।

আজ শুক্রবার (১৫ মে ২০২০) বেলা ২ টার দিকে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ৩ ট্রাক ভর্তি এই বিপুল পরিমাণ গম পরিত্যাক্ত অবস্থায় আটকের দাবি করছে র‌্যাব ও পুলিশ।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ জানান, সরকারি সংস্কার কাজের জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ গম পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদ পেয়ে র‌্যাব ও পুলিশ সদস্যরা আক্কেলপুর পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে মালিকবিহীন অবস্থায় ওই বিপুল পরিমাণ গম আটক করে।

একই উপজেলার হাস্তা-বসন্তপুর এলাকার একটি বিল সংস্কারের উদ্দেশ্যে বরাদ্দ করা ওই গমগুলি আত্মসাত করতে প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

র‌্যাব-৫, জযপুরহাট ক্যাম্প অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে আক্কেলপুর থানায় র‌্যাবের পক্ষ থেকে মামলা করাসহ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে।

আমাদের বাণী ডট/১৫ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।