আলাউদ্দিন হোসেন, পাবনা জেলা সংবাদদাতা; জেলার আটঘরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রকার সবজির চাষ করছেন কৃষকেরা।  প্রতিবছরের ন্যায় এবারও সবজির বাম্পার ফলন হয়েছে, শুধু নাই ক্রেতা।

আশে-পাশের অঞ্চল থেকে আটঘরিয়া উপজেলা গ্রীষ্মকালীন সবজি চাষে অনেক এগিয়ে থাকায় এবার সবজির বাম্পার ফলন হয়েছে। মাঠ জুড়ে ছেয়ে আছে সবজি আর সবজি দিয়ে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ,প্রতি বছরের তুলনায় এবার সবজির দাম অনেক কম,তবুও নেই ক্রেতা।
পাইকার ও খুচরা ব্যবসায়ীদের কোথায় দেখা যাচ্ছে না,ক্রেতার অভাবে জমিতেই পেকে পড়ে আছে তরমুজ,বাঙ্গি,কদু লাউ ইত্যাদি।

ক্রেতা না থাকার পাশাপাশি পোকাও নষ্ট করছে তরতাজা সবজি।

কৃষকেরা বলছেন, অনেক ভালো সবজি চাষ করেও জমিতেই পঁচাতে হচ্ছে সবজি। ক্রেতার অভাবে কোথাও বিক্রি করতে না পারায় সবজি চাষীরা দিশেহারা হয়ে পড়েছেন।

একদিকে পাইকার ও খুচরা ব্যাবসায়ীদের অভান অন্যদিকে পচনশীল পোকা নষ্ট করছে বিভিন্ন প্রকার তরতাজা সবজি।

আমাদের বাণী ডট কম/০৩ মে ২০২০/সিসিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।