কুষ্টিয়া জেলা সংবাদদাতা;  কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া লাহিনী-বাঁশগাম সড়কের বংশীতলা নামক স্থানে গত বছরের ২৮ নভেম্বর ‘১৯ এলজিইডির তত্ত্বাবধায়নে আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া -৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ।

উদ্বোধনের ৬  মাস পার হয়ে গেল ঠিকাদারি প্রতিষ্ঠান এখন পর্যন্ত ব্রিজ নির্মাণের অর্ধেক কাজই শেষ করতে পারেনি।   এই সড়ক দিয়ে চলাচলকারি হাজারো জনগণের দুর্ভোগ চরমে পৌঁছে গেছে। প্রায় সময় সাধারণ পথযাত্রী মালবাহী ট্রাক ও পণ্যবাহী গাড়ি গুলো ব্রিজের গার্ডার এবং সে ছোট-বড় দুর্ঘটনার শিকার হয়ে সড়কটি বন্ধ হয়ে থাকে ফলে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে।

গতকাল শনিবার বিকালে এক পশলা বৃষ্টিতে কাঠ বোঝাই একটি ট্রলী নির্মাণাধীন ব্রিজের কিনারায় এসে উল্টে যাতায়াতের রাস্তাটি বন্ধ হয়ে যায়। ফলে কুষ্টিয়া লাহিনী বাঁশগ্রাম সড়কে যাতায়াতকারী এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাতে হয়।

এলাকাবাসীর জেলা সদরের সাথে যোগাযোগের, কৃষি পণ্য সরবরাহ ও জরুরী রোগী পরিবহনে দুর্ভোগের শিকার হচ্ছে। বিষয়টি জরুরি জনগুরুত্বপূর্ণ হওয়ায় দ্রুততম সময়ে ব্রীজটি নির্মাণের দাবি জানিয়েছেন সড়কটি ব্যবহারকারী এলাকাবাসী।

এ ব্যাপারে কুষ্টিয়া সদর উপজেলা প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ট্রেডার্সের ১ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয়ের এই ব্রিজটি অতি গুরুত্বপূর্ণ হওয়ায় আগামী জুন মাসের মধ্যে ব্রিজটি সকল কাজ সম্পন্ন হবে বলে আমি আশা প্রকাশ করছি তিনি দুঃখ প্রকাশ করেন কাজটি দীর্ঘায়িত হওয়া এবং এলাকাবাসীর যাতায়াতের সমস্যা তৈরি হওয়ায়।

আমাদের বাণী ডট কম/১৭ মে ২০২০/ডিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।