সিরাজগঞ্জ সংবাদদাতা;  করোনা সন্দেহে নিজের বাবাকে সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসস্ট্যান্ড এলাকায় ফেলে রেখে গেছেন এক ছেলে। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছেন।

উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস জানান, সোমবার রাতে উপজেলার মানিকদিয়া গ্রামের ৭৫ বছর বয়সী বৃদ্ধ আব্দুস সোবহানের শ্বাসকষ্ট হচ্ছিলো। তার সন্তান নজরুল ইসলাম বাবার শ্বাসকষ্টের কথা শুনে করোনা সন্দেহে তাকে হাসপাতালে না নিয়ে শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডের পাশে ফেলে রেখে চলে যায়। রাতে টহল পুলিশ তাকে দেখতে পেয়ে থানায় সংবাদ দেয়। এরপর রাতেই ওই বৃদ্ধকে উদ্ধার করে কাওয়াক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পূর্নিমাগাতি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বর্তমানে হাসপাতালে ওই বৃদ্ধের ভাই তাকে দেখাশুনা করছে। অভিযুক্ত ছেলে নজরুল ইসলামকে আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনের সর্বশেষ (১৪ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, দেশে গত গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৬৩ জন আক্রান্তসহ এ সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫৭ জন। আর নতুন করে মৃত্যু হয়েছে আরো ৩৩ জনের। এ নিয়ে দেশে মোট মারা গেছেন ২ হাজার ৪২৪ জন।গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৯৮৮টি এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৫৩টি। শনাক্তের হার ২৩.৫১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৯১০ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩ হাজার ২২৭ জন। সুস্থতার হার ৫৪.৩১ শতাংশ। মৃত্যুর হার ১.২৮ শতাংশ।

আমাদের বাণী ডট কম/১৪ জুলাই  ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।