ডেস্ক রিপোর্ট, ঢাকা;  দাখিল পরীক্ষায় ৪৮ মাদরাসার কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। কোনো শিক্ষার্থী পাস না করায় ৪৮ মাদরাসার একাডেমিক স্বীকৃতি বাতিল, পাঠদানের অনুমতি স্থগিত এবং ইআইআইএন নম্বর বন্ধ করার উদ্যোগ নিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। প্রাথমিকভাবে মাদরাসাগুলোকে শোকজ করা হয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ড থেকে এসব মাদরাসাকে শোকজ নোটিশ জারি করা হয়।

শোকজ নোটিশে, ২০২০ সালের  দাখিল পরীক্ষায় কোনো শিক্ষার্থী উত্তীর্ণ না হওয়ায় মাদরাসাগুলোর প্রাথমিকভাবে পাঠদানের অনুমতি স্থগিত বা একাডেমিক স্বীকৃতি বাতিল করে অনলাইন পাসওয়ার্ড, মাদরাসার ইআইআইএন কেন বন্ধ করা হবে না তার কারণ জানতে চাওয়া হয়েছে।

মাদরাসাগুলোকে শোকজের জবাব নোটিশ পাওয়ার ৭ কর্মদিবসের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রেজিস্ট্রি ডাকযোগে মাদরাসা শিক্ষা বোর্ডে পাঠাতে বলা হয়েছে।

আমাদের বাণী ডট কম/১৯   জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।