নিজস্ব সংবাদদাতা, ঢাকা;   করোনাভাইরাস এখন ছড়িয়েছে গোটা বিশ্বে। এখন পর্যন্ত ১২৩টি দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ১ লাখ ১৮ হাজারের মতো। আর মারা গেছে ৪ হাজার ২৯১ জন। ইতোমধ্যে করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশও করোনায় আক্রান্ত হয়েছেন তিনজন। কোয়ারেন্টাইনে রয়েছেন বেশকিছু মানুষ। ইতোমধ্যে এ ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকতে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। সরকার বলছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছেন অভিভাবকরা। অভিভাবকদের অধিকাংশই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পক্ষে মত দিয়েছেন।

রিয়াজ মাহমুদ নামে এক স্ক্ল শিক্ষক ও অভিভাবক  স্কুল বন্ধ করার পক্ষে। তিনি লিখেছেন, ‘শিক্ষার্থীদের ভেতরে কেউ আক্রান্ত হলে তখন বন্ধ করে কী লাভ, এখনই বন্ধ করা উচিত।’

করোনা ভাইরাস

শেখ মো. সুমনের ও একই মতামত। তিনি লিখেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনই বন্ধ করলে পরিস্থিতি বেশি দূর গড়াবে না। পরিস্থিতি খারাপ হাওয়ার পর বন্ধ করলে কোনো লাভ হবে না।’

এ বিষয়ে রাজধানীর উদয়ন স্কুলের শিক্ষার্থীর মামা আফরোজা খানম বলেন, ‘সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা উচিত! উন্নত বিশ্বে উন্নত চিকিৎসার এত সুব্যবস্থার পরও তারা করোনাভাইরাসের চিকিৎসাতো দূর, মৃত্যুও ঠেকাতে পারছে না! সেখানে বাংলাদেশ কীভাবে সামাল দেবে, আল্লাহই জানেন! শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলে অন্তত আমরা আমাদের সন্তানদের সুরক্ষা দিতে পারতাম।

আব্দুর রশিদ নামে এক অভিভাবক বলেন, বলা হচ্ছে গণজমায়েত এড়িয়ে চলতে। অথচ স্কুল কলেজগুলো বন্ধ ঘোষণা করা হচ্ছে না। আমি মনে করি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখুনি বন্ধ ঘোষনা করা উচিত।

একই মত দিলেন, সিটি কলেজের আরমান চৌধুরীও। তিনি বলেন, ‘সবার মঙ্গলের কথা বিবেচনা করে অবশ্যই স্কুল বন্ধ রাখা উচিত। বেঁচে থাকলে পড়াশোনা পরবর্তীতে চালিয়ে নেওয়া যাবে।।’

তবে এখনই স্কুল-কলেজ বন্ধের পক্ষপাতী নন অনেকেই। তাঁরা মনে করছেন, পরিস্থিতি খারাপ হলে স্কুল বন্ধ করা উচিত।

নাজমুল ইসলাম নামের এক অভিভাবকের মতে, ‘যেহেতু এখনো আমাদের দেশের কেউই নতুন করে আক্রান্ত হয়নি, যাঁরা হয়েছে তাঁরা বিদেশ থেকে আসা, সুতরাং এখনই বন্ধ করার কোনো যৌক্তিকতা দেখছি না।’

রওশন আকতার লিসা বলেন, বাংলাদেশে করোনা এখনো এতটা মহামারি হয়নি, তাই স্কুল–কলেজ এখনই অফ হওয়ার কোনো প্রয়োজন নাই। তবে সব থেকে বড় ভুল বাইরে দেশ থেকে কাউকে দেশে আসতে দেওয়া, না আসতে দিলে বাংলাদেশে এইটা হতো না।’

আমাদের বাণী ডট কম/১২ মার্চ ২০২০/সিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।