চাঁদপুর সংবাদদাতা;  এনজিওর দেনার চাপ সইতে না পেরে জেলায় মাহবুবুর রহমান মামুন (৪২)  নামে প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

  • গত শনিবার (৩০ মে ২০২০)  দিবাগত গভীর রাতে নিজ বাড়ি আজাগরা গ্রামের মোল্লাবাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। গত রবিবার (৩১ মে ২০২০) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। 

নিহত মাহবুবুর শাহরাস্তি টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

  • শাহরাস্তি থানার পুলিশ মৃতদেহ উদ্ধারের পর তার বাড়ি থেকে ৯টি এনজিওর কিস্তির বই উদ্ধার করে। মৃত শিক্ষক বিভিন্ন এনজিওতে ঋণগ্রস্ত ছিলেন।

শাহরস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, মামুন মৃত্যুর পূর্বে একটি চিরকুট লিখে যান। তিনি তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করে যাননি। তার সন্তান ও তার সরকারি অর্থ পাওয়ার জন্য সহকর্মীদের সহযোগিতা কামনা করেন।

  • স্থানীয় ও মামুনের ঘনিষ্ট লোকজন জানায়, সম্প্রতি তিনি ১২টি এনজিও থেকে ৮ থেকে ১০ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। কিছু এনজিও তাকে কিস্তির টাকার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। ধারণা করা হচ্ছে, এ চাপ সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ওসি।

আমাদের বাণী ডট কম/০২ মে ২০২০/সিসিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।