আমাদের বাণী ডেস্ক, ঢাকা;  বিশব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে কম বেশি সব দেশেই চলছে ঘোষিত কিংবা অঘোষিত লকডাউন। আর  লকডাউনে বন্ধ কাজ। খেতে না পেয়ে অনাহারে অসুস্থ হয়ে এবার মৃত্যু হলো এক যুবকের। এমনটাই অভিযোগ পরিবারের। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে। মৃত ওই যুবকের নাম মনিরুল পাইক (২৭)।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, পরিবারের অনটন মেটানোর উদ্দেশ্যে মাস দেড়েক আগেই দিল্লিতে দিনমজুরের কাজে গিয়েছিলেন ওই যুবক। কাজ ভালো চলায় নিয়মিত বাড়িতে টাকাও পাঠাতেন তিনি। কিন্তু সম্প্রতি করোনা লকডাউনের জেরে কাজ বন্ধ যায়।

পরিবারের অভিযোগ, কাজ বন্ধ হয়ে যাওয়ায় হাতে থাকা সমস্ত টাকা পয়সা শেষ হয়ে যায়। তখন বাড়ি আসার চেষ্টা করলেও গাড়ি বন্ধ থাকায় প্রবল সমস্যায় পড়েন। হঠাতই অসুস্থ হয়ে পড়েন তিনি। কখনো পেট পুরে কখনো আবার অর্ধপেটেই দিন কাটাতে শুরু করে সে ও তার সহকর্মীরা। শুক্রবার রাতে মৃত্যু হয় ওই যুবকের।

বাড়িতে মনিরুলের মৃত্যুর খবর আসতেই কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার।

বাবা নজরুল পাইক বলেন, দুই দিন আগেই আমরা জানতে পারি ছেলে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে। তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে ফোন আসে তার ছেলের মৃত্যু হয়েছে।

আমাদের বাণী ডট কম/০৬ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।